নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
অভিযানে দুটি ভবনকে দুই লাখ টাকা জরিমানা ও একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাজ বন্ধ করে দেয় রাজউক।
রোববার (২০ এপ্রিল) শহরের আলম খান লেনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।
এসময় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালায় রাজউক। এসময় স্টারভিউ হাউজিং লিমিটেডের থান কমপ্লেক্স ও জান্নাত সফুয়া ভবনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে রাজউকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলামসহ জেলা পুলিশের প্রতিনিধিদল সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
এমআরপি/এএটি