খুলনা: খুলনায় চার এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে জিরোপয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল করা হয়।
রোববার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআরএম/এএটি