ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় জালাল উদ্দিন (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

সোমবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোড়ে নিউ এস এ মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জালাল উদ্দিন বগুড়া কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল উদ্দিন একটি রাইস মিল থেকে ধান ভাঙিয়ে সাইকেলে বস্তা তুলে বাড়ি ফিরছিলেন। কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠতেই বগুড়া থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।