নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো. রাকিবুল হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও চারজন পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাটোর-নওগাঁ সড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রাকিবুল হোসেন উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। সে বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মনোয়ার জামান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাকিবুল হোসেনসহ সবাই এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা আজ দুপুরের দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘুরতে যায়।
একপর্যায়ে ওই মহাসড়কের মহিষমাড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্ট যায়। এতে ইজিবাইক চালকসহ সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি রাকিবুলের গায়ের ওপর আছরে পড়লে গুরুতর জখম হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ