ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে বেধড়ক পেটাল ভারতীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে বেধড়ক পেটাল ভারতীয়রা ছবি: ফেসবুক থেকে নেওয়া

হবিগঞ্জ: অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়েছে দেশটির একদল উত্তেজিত লোক।

পরে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে সোমবার (২১ এপ্রিল) পাসপোর্ট আইনের মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


 
এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় দুজনকে পেটানো হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)।
 
ভিডিওতে দেখা যায়, রোববার সকালে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই ব্যক্তিকে গাড়িতে তোলার চেষ্টা করছেন। এ সময় কিছু উশৃঙ্খল লোক তাদের বেধড়ক মারতে থাকে। পরে ওইদিনই সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবির হরিণখোলা সীমান্ত ফাঁড়িতে ফিরিয়ে আনা হয়েছে।
 
এ তথ্য নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন বলেন, তোফাজ্জল হোসেন ও জামাল মিয়া ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে এনে থানায় দিয়েছে এবং পাসপোর্ট আইনের মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
ভারতে ওই দুই ব্যক্তিকে মারধরের ব্যাপারে তিনি বলেন, ‘মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পর তাদের মারধরের ভিডিওটি দেখেছি। এ ব্যাপারে বিজিবি কথা বলবে। ’
 
এ ব্যাপারে বিজিবি হবিগঞ্জের (৫৫ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কথা বলা যায়নি।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।