ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

কচুয়ায় ৫ দাখিল শিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কচুয়ায় ৫ দাখিল শিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরের কচুয়ায় উপজেলার দাখিল পরীক্ষার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এই অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে চার শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দাখিলের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।  

এ ব্যাপারে কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থী ও চার কক্ষ পরিদর্শককে চলমান সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।