ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে: রুমিন ফারহানা

রংপুর: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে।

কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।

তিনি বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই। ভবিষ্যতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সামর্থ্য নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশে বিরোধী মতকে সব সময় দমন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারেন নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে।


এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে কিংবা আগামীতেও এমন অবস্থায় আছে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের সহযোগিতা কী ঈঙ্গিত করে? এজন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন।  

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।

রংপুর বিভাগীয় বিএনপির ৩১-দফা কর্মশালার সমাপনিতে সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কর্মশালায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।