ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে অস্ত্র আইনে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের নামে অস্ত্র আইনে মামলা জুনাইদ আহমেদ পলক, ফাইল ফটো

নাটোর: নাটোরের সিংড়া থানায় সাবেক তথ্য, ডাক ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ার অভিযোগে বুধবার (২৩ এপ্রিল) রাতে পলকের নিজ এলাকা সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও জুনাইদ আহমেদ পলক তার হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা দেননি। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি করা হয়। মামলাটি রেকর্ড করে পরিদর্শককে (তদন্ত) তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী পলক বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।