ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি শিক্ষার্থী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই এসএসসি শিক্ষার্থী নিহত 

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশিনাথপুরের আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুত গতিতে  মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল ওই দুই পরীক্ষার্থী। পথে কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে একটি ইজিবাইক মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই পরীক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়।  

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।