ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ফ্যাসিস্ট হাসিনা পনেরো বছর আমাদের রাজনীতি করতে দেয়নি: নাসের রহমান

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
ফ্যাসিস্ট হাসিনা পনেরো বছর আমাদের রাজনীতি করতে দেয়নি: নাসের রহমান এম নাসের রহমান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এখন একটা কথা উঠেছে, নির্বাচন আগে না বিচার আগে। অবশ্যই বিচার আগে।

এখন বৈশাখ মাস চলছে। শেখ হাসিনার এই বিচার আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে।  

সংস্কার কাজও তিন মাসের মধ্যে সম্ভব। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আরও কয়েকমাস সময় থাকে অগ্রহায়ণ মাস আসতে। মানুষ সামনের অগ্রহায়ণ মাসের শেষে জাতীয় নির্বাচন চায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আমতৈল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসের রহমান আরও বলেন, গত সাড়ে পনেরো বছর আমরা রাজনীতি করতে পারিনি। এরকম ইউনিয়ন সম্মেলন চিন্তাও করা যায়নি। এরকম প্রোগ্রামের আয়োজন করলেই পুলিশের পাঁচটা গাড়ি এসে আমাদের মিটিং বন্ধ করে দিতো।

স্বৈরাচার তখনও কিন্তু বুঝে নাই, যে তার দিন একদিন শেষ হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আট মাস আগে যা ঘটেছে, এগুলো সরাসরি আল্লাহর বিচার। সীমাহীন লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। একটা সাতাত্তর বছর বয়সী নারী পনেরোশ মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। বিশ হাজার মানুষকে নির্বিচারে গুলিবিদ্ধ করে আহত করেছে। পঙ্গু করেছে। জানালা দিয়ে নারী শিশু যারা তাকিয়েছে তাদেরও নির্বিচারে গুলি করেছে। হত্যা করেছে। এই শেখ হাসিনার বিচার আগামী কয়েক মাসের মধ্যে এই বাংলার মাটিতে হতে হবে এবং মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার নেই তার। শেখ হাসিনার নির্দেশে এই পুলিশবাহিনী স্বেচ্ছচারভাবে নির্বিচারে মানুষকে গুলি করে মেরেছে। এর বিচার হতে হবে।

নাসের রহমান বলেন, গ্রামগঞ্জের মানুষ তো এত ফেসবুক চালায় না, এখন ফেসবুকে যুদ্ধ শুরু হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকতো। কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া তো মানুষ জনগণের ভোটে নির্বাচিত এমপি পাবে না। এমপি না পেলে এলাকার উন্নয়ন করবে কে? উপজেলা চেয়ারম্যানের তো গাড়ির চাকা পাল্টানোর ক্ষমতা নেই। তাহলে উন্নয়ন হবে কীভাবে? গণতন্ত্র পূর্ণাঙ্গ জাতীয় সংসদ ছাড়া দেশ আগাতে পারবে না।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।  

আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াছ আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। এতে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।

সময়: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।