ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বগুড়ার ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
বগুড়ার ট্রাকচাপায় পথচারী নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ট্রাকচাপায় মো. তারা মিয়া (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা মিয়া বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন জানান, তার মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।