ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

সিলেট: সিলেটের সেনা অভিযানে এক কোটি ৪০ লাখ টাকার মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে সেনাবাহিনী।

জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুইটি টিম অভিযান চালিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা এ পণ্য জব্দ করে।

জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, কসমেটিক, জিলেট ব্লেড ও লেহেঙ্গা।

এ সময় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।  

হরিপুর সেনাক্যাম্পের তথ্যমতে, ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম রাত ১০টার দিকে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর এলাকায় দুই ব্যক্তিসহ ডিআই ট্রাক ও একটি গোডাউনে রাখা  অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করতে সক্ষম হয়।

অপর আরেক অভিযানে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য আটক করা হয়।  

জব্দকৃত মালামালের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিসক্লপ জি ক্রিম, ৫ কার্টন  জিলেট ব্লেড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা হবে বলে জানা গেছে।  

জব্দকৃত আলামতসহ আইনি ব্যবস্থা নিলে আটকদের সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কাছে  হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।