ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ৩, ২০২৫
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি সভায় বক্তারা।

খুলনা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ খুলনা বিভাগের আলোচনা সভায় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল-কামিল, একটি মহিলা মাদরাসা সরকারিকরণ এবং তিনটি সরকারি আলিয়া মাদরাসার দুরবস্থা দ্রুত নিরসনের দাবি জানান।  

শনিবার (৩ মে) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তারা এ দাবি জানান।

 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ খুলনা বিভাগের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মো. সালেহ। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার রেজিস্টার প্রফেসর ড মুহাম্মদ শাহ আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মাওলানা গোলজার হোসাইন ও ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান।

হাফিজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন- খুলনা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, তা’লিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনার সরকারি বিএল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক আ ন ম আব্দুল কুদ্দুস, সামন্তসেনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউদ্দীন নেছারী, যুগিহাটি আমিনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান খান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফিজ মাওলানা আহমদ আলী, আটলিয়া সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব মো. রেজাউল হক, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের খুলনা জেলা সভাপতি মাওলানা আকরাম হোসেন, সহ-সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন।  

অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের খুলনা জেলার কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান, অভয়নগরের মো. আনোয়ার হুসাইন, বাগেরহাটের মো. রুহুল আমিন, চুয়াডাঙ্গার মো. মতিউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি, অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা দিতে হবে। অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে ছয়টি দাবি উপস্থাপন করেন তারা।  

দাবিগুলো হলো- অনতিবিলম্বে ইবতেদায়ি নীতিমালা বাস্তবায়ন করে সমস্যাসমূহ সমাধান, মাদরাসা বোর্ড থেকে মঞ্জুরিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করা, প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল-কামিল ও একটি মহিলা মাদরাসা সরকারিকরণ করা, তিনটি সরকারি আলিয়া মাদরাসা বিদ্যমান সমস্যাসমূহ অতিদ্রুত সমাধান, দেশের মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনের ভাতা দেওয়া, শতকরা ৯২ শতাংশ মুসলমানের দেশে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার জোর দাবি জানানো হয়।

এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ