ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যমুনায় হঠাৎ পানি বেড়ে তলিয়ে গেছে চীনা বাদাম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, মে ৪, ২০২৫
যমুনায় হঠাৎ পানি বেড়ে তলিয়ে গেছে চীনা বাদাম 

সিরাজগঞ্জ: বর্ষা মৌসুম শুরুর আগেই যমুনা নদীতে হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। এতে তলিয়ে গেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের চীনা বাদামের ক্ষেত।

 

রোববার (৪ মে) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে গত পাঁচদিন ধরে যমুনার পানি বাড়ছে। ফলে যমুনার চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়েছে।  

চৌহালী উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা গ্রামে শতাধিক বিঘা জমির চীনা বাদাম তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।  

সন্তোষা চরের কৃষক জয়নাল, ছানোয়ার, মোকছেদ আলী, আবু শামা ও লোকমান হোসেন জানান, যমুনার চরে জেগে ওঠা চরে কৃষকেরা চীনা বাদাম চাষ করছিলেন। স্থল ও খাসপুখুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়। কৃষকেরা কিছুদিনের মধ্যেই বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ জোয়ারে যমুনা নদীতে পানি বেড়ে যায়। চরের নিচু এলাকার বাদামের ক্ষেত তলিয়ে যায়। এতে কয়েক হাজার মণ বাদাম নষ্ট হয়ে গেছে। এছাড়া যমুনার পশ্চিম তীরে এনায়েতপুরের চরেও চীনা বাদামের ক্ষেত তলিয়ে গেছে।

চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, টানা কয়েকদিন ধরে পানি বাড়তে থাকায় যমুনার চরাঞ্চলে আবাদ করা ১৪ হেক্টরেরও বেশি জমির চীনা বাদাম নষ্ট হয়ে গেছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত পাঁচদিন ধরে যমুনায় পানি বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার কমেছে। নতুন করে আর পানি বাড়ার সম্ভাবনা নেই।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।