ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
আরএ