নোয়াখালীর সেনবাগ উপজেলায় আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার (৭ মে) সকাল ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তার তিন মেয়ে রয়েছে, তবে কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে একা বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো ছেলে সন্তান না থাকায় প্রতিবেশী হানিফ ও তার ভাই মিঠু, হোরণ ও টিটু দীর্ঘদিন ধরে আবুল কাশেমের ওপর প্রভাব বিস্তার করে আসছিলেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে কাশেমের বাড়ির আমগাছের একটি ডাল সীমানা অতিক্রম করেছে—এ অভিযোগে হানিফের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বুধবার ফজরের নামাজের পর রাস্তায় হাঁটতে বের হলে অভিযুক্ত চার ভাই মিলে কাশেমকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা কাশেমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস