ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মির্জাপুরে লোবেটের পিছনে পিকআপভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, মে ৮, ২০২৫
মির্জাপুরে লোবেটের পিছনে পিকআপভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে লোবেট গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে।

মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের পিছনে ধাক্কা দিয়ে পিকআপভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপভ্যানে থাকা তিনজন নিহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর  চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।