ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৯, মে ৯, ২০২৫
পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুজ জামান পিন্টুকে (৫০) আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৮ মে) উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক পিন্টু পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কোরবান আলী সরদারের ছেলে।

পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিন্টুর স্ত্রী মুসলিমা বেগম বাংলানিউজকে জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দিলেও মামলা না থাকায় তার স্বামী পালাননি। তিনি পাকশীতে থেকেই ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বৃহস্পতিবার (৮ মে) রাতে তাকে আটক করা হলো।  

কোন মামলায় কি কারণে তাকে আটক করা হলো জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদের সরকারি মোবাইল ফোনে বারবার কলা হলেও তিনি রিসিভ করেননি।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।