মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড়-কবিরিজপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সরোয়ার বেপারী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সরোয়ার মাদারীপুর সদর উপজেলার ডিসি ব্রিজের ১ নম্বর শকুনি এলাকার আব্দুল কাদের বেপারীর ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের অফিস সহকারী (পিয়ন) পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ মে) রাতে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে কবিরাজপুর যাচ্ছিলেন সরোয়ার। এ সময় তিনটি মোটরসাইকেলে তারা মোট ছয়জন ছিলেন। পথে রাত ৯টার দিকে শাখারপাড় ব্রিজ পার হয়ে একটি মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ারের মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে সরোয়ার ও তার সঙ্গে থাকা জসিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত জসিমকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত করিম জানান, রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে বলেছে জানতে পেরেছি।
এসআরএস