নীলফামারী: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশের পর নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রেলওয়ে শ্রমিক লীগের সদস্য আলতাফ হোসেন (৫৪), শ্রমিক লীগের প্রচার সম্পাদক মাহবুব আলম (৩৮), সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), আওয়ামী লীগ সমর্থক রশিদুল হক (৪৮), আওয়ামী লীগ সমর্থক সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩), আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (৪৮) ও আওয়ামী লীগ সমর্থক জুলফিকার আলী (৪৬)।
এর মধ্যে ফয়েজ আহমেদকে শহরের পাঁচমাথা মোড় ও বাকিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এছাড়া ফয়েজ আহমেদকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় ও বাকিদের সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্রদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সৈয়দপুরের আওয়ামী লীগ নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করার নির্দেশ দেন পুলিশকে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এসআই