ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাভারে ছেলেধরা সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, মে ১৮, ২০২৫
সাভারে ছেলেধরা সন্দেহে গাছে বেঁধে যুবককে নির্যাতন

সাভার: সাভারে ছেলেধরা সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেল ৫ টার দিকে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেলেধরা বা শিশুচোর সন্দেহে ধরে নিয়ে নির্যাতন করা হয়। পরে রাত ৮ টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী অভিজিৎ চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের কমল কান্তি দে’র ছেলে। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে ধারণা পুলিশের।  

পুলিশ জানায়, ওই যুবক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোরাঘুরি করে। তার আচরণ স্বাভাবিক ছিল না। ফলে রোগীর স্বজনরা তাকে শিশুচোর বলে সন্দেহ করেন। সেখানে তাকে মারধর করে বাইরে নিয়ে আরেক দফায় তাকে মারধর করা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিজিৎ তার নাম ঠিকানা বলতে পারলেও তাকে স্বাভাবিক মনে হয়নি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। এঘটনায় তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কোনো ভুক্তভোগী অভিযোগ দায়ের করেনি। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে।  

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, বিষয়টি আমাদের জানা নেই। এমনকি ইমার্জেন্সি মেডিকেল অফিসারও কিছু জানাননি। হাসপাতাল স্টাফের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।