হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুর আড়াইটায় উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা (গংসার মোড়) এলাকার তৌকির হাসান ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার গঙ্গানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আবুল কালাম।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ভারী বর্ষণের সময় সিলেট থেকে ঢাকামুখী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
আরএ