ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

‘মোবাইলফোনে কথা বলতে বলতে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, মে ২১, ২০২৫
‘মোবাইলফোনে কথা বলতে বলতে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু নাজমুল হাসান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘মোবাইলফোনে কথা বলতে বলতে’ নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার কলেজপাড়া এলাকায় ছাদ থেকে নিচে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।  

নিহত নাজমুল উপজেলার চন্ডিপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে কলেজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আড্ডা দিচ্ছিলেন নাজমুল। একপর্যায়ে তার মোবাইলফোনে কল এলে তিনি রিসিভ করে ছাদে হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, মোবাইলফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে নাজমুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।