ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ২১, ২০২৫
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ২ নেতা আটক

মানিকগঞ্জ: পুলিশের সঙ্গে অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক দুজন হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেরাব হোসাইন (১৯) ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে আশরাফুল ইসলাম রাজু (২১)।  

বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগে আশরাফুল ও মেহেরাবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে শুনেছি। তবে তারা দুজনই বৈষম্যবিরোধী কমিটি থেকে পদত্যাগ করেছেন অনেক আগেই।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক দুই ছাত্র নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মানিকগঞ্জ নিউজ নামে একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।