বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৫টার দিকে খোট্টাপাড়া ইউপি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সদস্য।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ করিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলন নিয়ে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এসআরএস