রাঙামাটি: পতিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বর্তমান সরকারের নির্দেশনায় সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযান কর্মসূচির আওতায় তাকে আটক করা হয়।
শনিবার (২৪ মে) রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আটক দুজন হলেন- রাঙামাটি পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার (৫৩) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার দে প্রকাশ সুমন (৪১)।
ওসি সাহেদ উদ্দিন জানান, শুক্রবার (২৪ মে) মধ্যরাতে রাঙামাটি শহরের ভেদভেদী ও তবলছড়ি এলাকায় থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার রাঙামাটির আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসআরএস