ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পূর্বধলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, মে ২৪, ২০২৫
পূর্বধলায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৪) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নিজাম উদ্দিনের চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় তিনি নিজে, স্ত্রী, মেয়ে ও মেয়ের মামা পূর্বধলার দিকে যাচ্ছিলেন। পাবই শেখপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও রোকেয়া বেগম মারা যান। আহত হন তাদের মেয়ে ও মেয়ের মামা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতরা ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, কাভার্ডভ্যানসহ এর চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।