ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ২৫, ২০২৫
হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, এএসআই ক্লোজড গ্রেপ্তার নয়জন

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযানে নেতৃত্বদানকারী কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র শীলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

রোববার (২৫ মে) রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা গ্রাম থেকে রাজুকে আটক করলে, স্থানীয় শতাধিক নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। পরবর্তীতে হাতকড়াটি উদ্ধার করা গেলেও রাজুকে আর আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, শনিবার রাতে ওই গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজুর অনুসারী সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- শ্রী ত্রীকুট চন্দ্র দাস (৫২), সনজিৎ চন্দ দাস (৪২), সেম্ভু চন্দ্র দাস (৬৬) ও স্ত্রী ইরা দাস (৫০); মো. মিলন (৪৭), আবদুর রহিম (২৭), নুর আলম (৫৫) আব্বাস উদ্দিন (৪০) ও মো. হেলাল উদ্দিন (৩২)। এদের সবাই আওয়ামী লীগ নেতা রাজুর ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এএসআই প্রদীপ চন্দ্র শীল বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

** হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো জনতা

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।