ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

সারাদেশ

ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, মে ২৮, ২০২৫
ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি রেনু জব্দ

কুমিল্লা: ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ি মাছের রেনু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত রেণু পোনার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা।  

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু জব্দ করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত রেণু পোনা কাস্টমসে জমা দেওয়া হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।