ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জুন ১৭, ২০২৫
করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি আখাউড়া বন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে

হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

ইতোমধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করেন হেলথ ডেস্কে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে যে-সব যাত্রী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এখন পর্যন্ত কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিক যাত্রী ভারত গমনাগমন করেন। সম্প্রতি ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন ভবনের সামনে বসানো হেলথ ডেস্কের মাধ্যমে ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা এবং করোনার লক্ষণগুলো আছে কিনা- তা নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন করতে দেওয়া হচ্ছে। এছাড়া মাস্ক পরিধানসহ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হচ্ছে যাত্রীদের।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নাজমুল হাসান জানান, ভারত থেকে আসা প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যদি কোনো যাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা যায়- তাহলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রীর করোনার উপসর্গ রয়েছে বা করোনা আক্রান্ত পাওয়া যায়নি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুস ছাত্তার জানান, করোনার প্রকোপ বাড়ার কারণে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। আমরা সতর্ক অবস্থায় আছি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।