ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

সারাদেশ

লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে খুন হলেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, জুলাই ২, ২০২৫
লাইসেন্স নবায়ন করতে গিয়ে ইউনিয়ন পরিষদে খুন হলেন ব্যবসায়ী

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় লাইসেন্স নবায়ন করতে গিয়ে পরিষদের কক্ষে খুন হয়েছেন শাহিন আলম (৩৮) নামে এক ব্যবসায়ী।

বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে এ  হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় ঘাতক শামীম মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত শাহিন আলম রায়পুরা উপজেলার  মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পণ্য ও পাইপের ব্যবসা করতেন।

অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া (৩৮)। তিনি আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়া এলাকার জালু মিয়ার ছেলে। তিনি একজন মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শাহিন নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করতে ইউনিয়ন পরিষদে যান। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিত অবস্থায় কোন উসকানি ছাড়াই শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে বসেন তিনি। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মতিন বলেন, বিকেলে শাহিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। তার মাথায় দুইটি কোপের আঘাত পেয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আর এ হত্যাকাণ্ডের পেছনে কোনো বিরোধ বা অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।