ফরিদপুরে এনসিপির যুগ্ম-সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাসার বিভিন্ন রুমের মালপত্র তছনছ করা হয়।
সোমবার (০৭ জুলাই) দিনগত রাত ৩টার দিকে শহরের আলিপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
কয়েকজন দুষ্কৃতকারী তার বাসার বাউন্ডারি দেয়াল টপকে দ্বিতীয় তলায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে বাসায় ঢুকে মালপত্র তছনছ করে পালিয়ে যায়।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা বাসার চার থেকে পাঁচটি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ধারণা করেছিল, জাহিদ হোসেন ও তার ছেলে একটি নির্দিষ্ট কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে ঘরের বিভিন্ন রুমে ব্যাপক তাণ্ডব ও তছনছ চালায়। এমনকি একটি রুমের বাইরের লক খুলে ভেতরে তল্লাশি চালানোরও চেষ্টা চালায় তারা।
এনসিপির ফরিদপুরের প্রধান যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ বলেন, দুষ্কৃতকারীরা আমার বাসার রুমের দরজা জোরপূর্বক খোলার চেষ্টা করে, তবে ভেতর থেকে নিরাপদে লক থাকায় সফল হয়নি। আমার ছেলের রুমেও সিঁটকিনি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, পর্দার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তারা আমাকে দেখতে পেয়েছিল। তবে ভোরের আজানের ধ্বনি ও আশপাশের মসজিদের মুসল্লিদের চলাচল শুরু হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাইরে এসে দেখি রুমের দরজার সামনে একটি কেঁচি কাটার পড়ে আছে, বাসার বিভিন্ন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তছনছ রয়েছে। ঘটনাস্থলে হামলাকারীরা দুই জোড়া স্যান্ডেল ফেলে যায়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি জানানো হলে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেন। তারা মূলতঃ আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হানা দেয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।
এ ব্যাপারে ফরিদপুরের এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. বায়েজিদ হোসেন সাহেদ বলেন, বিষয়টি জানতে পেরেছি। দুষ্কৃতকারীরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র তছনছ করেছে। আসলে তাদের কি উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বক্তব্য জানতে এনপিপির ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দ নিলিমা দোলার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, উনার বাসায় অজ্ঞাত কে-বা কারা ঢুকে জিনিসপত্র এলোমেলো করে বেরিয়ে গেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ