ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, জুলাই ২৬, ২০২৫
নাটোরে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের নেতা নিহত মো. আলতাফ রেজা আবির

নাটোরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার ছাত্র ও যুব বিষযক সম্পাদক মো. আলতাফ রেজা আবির (৪০) নিহত হয়েছেন।  

এসময় আহত হয়েছেন দলটির জেলা সভাপতি মোহম্মদ আলী সিদ্দিকী (৫৫), আরটিভির জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেনের ছেলে রেদওয়ান হোসেন জিম (১৫) ও তার বন্ধু মো. সাকলাইন হোসেন (১৫)।

তারা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাত পৌনে ৮টার সময় সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের হরিশপুরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবির হোসেন সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মো. লাকি মেম্বারের ছেলে। আহত রেদওয়ান বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের বাসিন্দা সাংবাদিক শেখ তোফাজ্জল হোসেনের ছেলে এবং বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আহত সাকলাইন হোসেন একই এলাকার বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. মাহবুর রহমান বাংলানিউজকে জানান, দিনগত রাত পৌনে ৮টার দিকে শহরের বড় হরিশপুর পুলিশ লাইন্স এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোহম্মদ আলী সিদ্দিকীকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে রেদওয়ানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসে। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে আবির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

তিনি আরও জানান, দুর্ঘটনার ব্যাপারে সড়ক আইনে মামলা হবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।