ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, জুলাই ২৯, ২০২৫
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড-দেওয়ানহাট সড়কে ট্রাকের ধাক্কায় ওবায়দুর রহমান (৪৮) নামে বাইসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের ঝাঁকুয়াকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর জেলা সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিয়ে বাইসাইকেলে করে নিজ বাড়ির দিকে ফিরছিলেন ওবায়দুর। পথে ঝাঁকুয়াকালী এলাকায় সড়কের পাশে রাখা বালির স্তূপে সাইকেলসহ পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।