ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

কুষ্টিয়ায় গণিত প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, আগস্ট ৭, ২০২৫
কুষ্টিয়ায় গণিত প্রতিযোগিতা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মেধা’র উদ্যোগে ও ইঞ্জিনিয়ার খন্দকার সালাউদ্দিনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘গণিত প্রতিযোগিতা-২০২৫’।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুরাদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধা কুষ্টিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার সালাউদ্দিন।

প্রতিযোগিতায় কুষ্টিয়ার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। তারা আশা প্রকাশ করেন, মেধা বিকাশের এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।