পঞ্চগড়ে যৌথ অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
রোববার (১৭ আগস্ট) গভীর রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে আটকসহ দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা, ৯টি বাটন ফোন ও ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
আটকের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে সোমবার (১৮ আগস্ট) দুপুরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
তিনি বাংলানিউজকে জানান, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় নিয়মিত জুয়ার আসর বসতো। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। একইসঙ্গে শামীম আল মামুন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার এ আসর পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে দুপুরে আদালতে তোলা হয়।
আরএ