ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতির পদ স্থগিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, আগস্ট ২৩, ২০২৫
নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতির পদ স্থগিত  ছাবির আহমদ চৌধুরী।

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীর দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ছাবির আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠনবিরোধী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাই তার প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।  

চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকীর কাছে।  

এ বিষয়ে ছাবির আহমদ চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। জেলা বিএনপির কাউন্সিল ও জাতীয় সংসদ নির্বাচনের আগে আমার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য এসব করা হয়েছে। আমি দলের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবো।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।