ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নিখোঁজ হওয়ার ৫ দিন পর পরিত্যক্ত বাড়িতে মিলল রংমিস্ত্রির লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, আগস্ট ২৯, ২০২৫
নিখোঁজ হওয়ার ৫ দিন পর পরিত্যক্ত বাড়িতে মিলল রংমিস্ত্রির লাশ ফাইল ফটো

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে বিলের মধ্যে পরিত্যক্ত একটি বাড়ি থেকে উজ্জ্বল মোল্লা (৩৫) নামে এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।



নিহত উজ্জ্বল ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নুরপুর গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংমিস্ত্রি উজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদকসেবন করতে প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে যেতেন এবং মাঝে মাঝে ওই বাড়িতে রাতযাপন করতেন। গত ৫-৬ দিন ধরে উজ্জ্বল নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে আক্কাস শেখ নৌকা নিয়ে পরিত্যক্ত বাড়িতে গেলে ঘরের মধ্যে লাশ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ভাঙ্গা পৌর এলাকার একটি বিলের মধ্যে একটি পরিত্যক্ত ঘরে একটি লাশ পাওয়া গেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটা টিম ওসিসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করি। পচা-গলা একটি লাশ উদ্ধার করি। পরে ভাঙ্গা থানায় নিয়ে আসি। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে লাশ পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উজ্জল মাদকাসক্ত ছিলেন। চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বাড়িতেও যেতেন না। মাদকসেবনের কারণেই হয়তো তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তে রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

জেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।