ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ‘অস্ত্রসহ’ ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর অবরুদ্ধ র‍্যাব সদস্যরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, সেপ্টেম্বর ৭, ২০২৫
গাজীপুরে ‘অস্ত্রসহ’ ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর অবরুদ্ধ র‍্যাব সদস্যরা

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমা এলাকায় একটি দোকান থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করেছে সেখানকার কিছু লোক। পরে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে কাঠ বাঁশ ফেলে অবরোধ করে রাখে।

ওই ব্যবসায়ী হলেন- শ্রীপুর উপজেলার বরমী মধ্যপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন। তিনি বরমা চৌরাস্তা এলাকায় দোকান নিয়ে অটোরিকশা পার্টসের ব্যবসা করেন।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমা এলাকায় র‍্যাব সদস্যরা অভিযান চালায়। পরে মোশারফ হোসেনের অটোরিকশার যন্ত্রাংশের দোকানে তল্লাশি করে। এ সময় তার দোকান থেকে অস্ত্র পাওয়া গেছে বলে অভিযোগ এনে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। তবে কী অস্ত্র তা জানা যায়নি।

বিষয়টি জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী এবং স্থানীয় কিছু লোক জড়ো হয়ে মোশারফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দোকানের ভেতর অস্ত্র রেখে র‍্যাব সদস্যরা অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছে। পরে উত্তেজিত জনতা শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে কাঠ বাঁশ ফেলে অবরোধ করে রাখে। এক পর্যায়ে গাড়িসহ র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে লোকজন। এ সময় স্থানীয়রা মোশাররফ হোসেনকে র‍্যাবের কাছ থেকে ছাড়িয়ে নেয়। খবর পেয়ে অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

গাজীপুর র‍্যাব-১ এর কোম্পানি সূত্রে জানা যায়, উত্তরা র‍্যাব-১ এর একটি টিম অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মব সৃষ্টি করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।