রংপুরের তারাগঞ্জে নিজের ৬ মাসের মেয়েকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে শিশুটিকে হত্যা করে স্বামী বাবু লালের হাতে তুলে দেন মা তুলসী রানী।
ঘটনার পর মা তুলসী রানীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে ঘটে এ ঘটনা।
মুহূর্তেই এ খবর চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে।
শিশুটির বাবা হোটেল শ্রমিক বাবু লাল বলেন, কিছু বুঝে উঠতে পারছি না। মাসখানেক ধরে বউ অসুস্থ। বাচ্চাটা আমার মায়ের কাছে থাকত। আজ ভোরে দুধ খাওয়ার জন্য কান্না করছিল এ জন্য মেয়েরে তার মায়ের কাছে দেওয়া হয়। তুলসী মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। পরে মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে থামবে ভাবিনি কোনোদিন।
তুলসী রানীর বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরী পাড়ায়। বাবা কেশব চন্দ্র রায় জানান, বেশ কয়েকদিন ধরে সে অস্থিরতাবোধ করছিল। বুঝে উঠতে পারছি না কীভাবে এ ঘটনা ঘটলো।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। স্বজনেরা জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরএ