ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পার্লারে কাজের আড়ালে ইয়াবা বিক্রি, ২ নারীসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
পার্লারে কাজের আড়ালে ইয়াবা বিক্রি, ২ নারীসহ আটক ৩  আটকরা

বগুড়ায় বিউটি পার্লারে কাজের আড়ালে ইয়াবা বড়ি বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়া বাসায় তল্লাশি করে দুই হাজার চারশ ইয়াবা বড়ি জব্দ করে।

পরে দুই নারীসহ তাদের আরেক সহযোগীকে আটক করে ডিবি পুলিশ।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছে বগুড়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের নামাজগড় এলাকায় জনৈক মনসুর রহমানের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের আরেক সহযোগীকে শহরতলীর কৈচড় থেকে আটক করে পুলিশ।

আটকরা হচ্ছেন- আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)।

ডিবি পুলিশ জানায়, আর্জিনা বেগমের স্বামী দেশের বাইরে থাকেন। আর্জিনা বেগম মেয়েকে নিয়ে বাসা ভাড়ায় বসবাস করেন। তিনি শহরতলীর কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে ডিবি পুলিশ জানতে পারে, বিউটি পার্লারে কাজের অন্তরালে সজিবের মাধ্যমে দুই নারী ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তাদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে দুই হাজার চারশ ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী শহরতলীর কৈচড় থেকে আবু দারদা সজিবকে আটক করা হয়।  

ডিবি পুলিশ আরও জানায়, আবু দারদা সজিবের মাধ্যমে ওই দুই নারী ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।  

আটক তিনজনের নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।