ভোলার চরফ্যাশনে বসুন্ধরা এলপি গ্যাসের শ্রেষ্ঠত্বের পথচলায় সহযাত্রী রিটেইলারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় পরিবেশক মেসার্স সুমন ট্রেডার্সের আয়োজনে হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পরিবেশক সুমন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এজিএম (সেলস) নূর কুতুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সেলস ম্যানেজার মো. রুহুল আমিন এবং ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ।
এ সময় ২০ জন রিটেইলারকে সনদ এবং ৫ জন রিটেইলারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া লটারির মাধ্যমে আরও ১০ জন রিটেইলারকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
বক্তারা বলেন, বসুন্ধরা এলপি গ্যাস দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত এলপি গ্যাস ব্র্যান্ড হিসেবে দীর্ঘদিন ধরে ভোক্তাদের আস্থা অর্জন করে আসছে। নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি রিটেইলার ও পরিবেশকদের সঙ্গে ব্যবসায়িক উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, বসুন্ধরা এলপি গ্যাস এরই মধ্যে পরপর ৫ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং ধারাবাহিকভাবে ৪ বার সুপারব্র্যান্ডস বাংলাদেশ খেতাবে ভূষিত হয়েছে, যা দেশের ভোক্তা ও বাজারে এর শক্ত অবস্থানকে আরও সুসংহত করেছে।
আরএ