ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরার ফুটবল বিস্ময় হালিমের চতুর্থ গিনেস রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, সেপ্টেম্বর ২৪, ২০২৫
মাগুরার ফুটবল বিস্ময় হালিমের চতুর্থ গিনেস রেকর্ড

ফুটবল মাথায় রেখে সাইকেল চালিয়ে চতুর্থবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন মাগুরার আব্দুল হালিম। শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এই ফুটবল বিস্ময় মাথায় বল নিয়ে টানা ২০ দশমিক ২০ কিলোমিটার সাইকেল চালিয়ে নতুন ইতিহাস গড়েছেন।

গত ২২ ফেব্রুয়ারি মাগুরা ইনডোর স্টেডিয়ামে এই রেকর্ডের জন্য পারফরম্যান্স সম্পন্ন করে গিনেস কর্তৃপক্ষের কাছে তা জমা দেন হালিম। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত শনিবার তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

রেকর্ড গড়ার দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৯ মিনিট পর্যন্ত একটানা সাইকেল চালান হালিম। এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্যও ফুটবলটি মাথা থেকে পড়েনি। নতুন এই সাফল্যের মাধ্যমে তিনি নিজের আগের রেকর্ডকেই ভেঙে নতুন উচ্চতা স্পর্শ করলেন।

২০১৭ সালের ৮ জুন ঢাকায় ১ ঘণ্টা ১৯ মিনিটে মাথায় বল নিয়ে ১৩ দশমিক ৭৪ কিলোমিটার সাইকেল চালিয়ে আগের রেকর্ড গড়েছিলেন হালিম। সেটিই ছিল তার তৃতীয় গিনেস রেকর্ড, যা টিকে ছিল সাত বছরেরও বেশি সময়।

হালিমের গিনেস অভিযাত্রা শুরু হয় ২০১১ সালে। ওই বছরের ২২ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাথায় বল নিয়ে ১৫ দশমিক ২ কিলোমিটার হাঁটেন তিনি, যা ছিল তার প্রথম বিশ্বরেকর্ড। এরপর ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে মাথায় বল নিয়ে রোলার স্কেটিং করে মাত্র ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে দ্বিতীয় রেকর্ড গড়েন।

মাগুরা জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ফুটবল মাথায় নিয়ে গিনেস বুকে নাম লিখিয়ে আবারও আলোচনায় এসেছেন মাগুরার আব্দুল হালিম। সারা দেশে তিনি পরিচিত ‘ফুটবল হালিম’ নামে। তার এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের জন্য গর্বের।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।