ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, সেপ্টেম্বর ২৬, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান বলেন, দুই শিশু বাড়িতে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে এক শিশুর লাশ দেখতে পায়। এরপর আরেকজনের লাশ পাওয়া যায়। লাশ তাদের বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশকে অবগত করা হয়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।