ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফতুল্লায় ওভারপাস থেকে ট্রাক উল্টে পড়ে পথচারী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, সেপ্টেম্বর ২৯, ২০২৫
ফতুল্লায় ওভারপাস থেকে ট্রাক উল্টে পড়ে পথচারী আহত

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় ওভারপাসের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় একটি ট্রাক। এ ঘটনায় মোহর উদ্দিন (৫৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত মোহর উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা মোহর উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেন। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসার পর পালিয়ে যান।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।