ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, সেপ্টেম্বর ২৯, ২০২৫
ঠাকুরগাঁওয়ে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দিল বসুন্ধরা শুভসংঘ বসুন্ধরা শুভসংঘের শিক্ষাসামগ্রী উপহার

ঠাকুরগাঁওয়ে অসহায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা নূরানী শাখার মোট ১২০ জন ছাত্র-ছাত্রীকে খাতা, কলম, রাবারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালক মো. নুরুজ্জামান, সহকারী পরিচালক আবু মূসা আলম, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য মো. আতিফ আরমান, মো. আবু বক্কর সিদ্দিক, মো. আরিফ হাসান, মো. ইয়াকুব ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান শাফি বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। অসহায় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ায় তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে এবং তারা লেখাপড়ার প্রতি আরও আগ্রহী হবে।

বসুন্ধরা শুভসংঘের এমন কার্যক্রমকে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্তরিকভাবে স্বাগত জানান। শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ছাপ স্পষ্ট ছিল। অনেকেই জানায়, এ সহায়তা তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটির এই ধরনের কার্যক্রম দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।