ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, সেপ্টেম্বর ২৯, ২০২৫
গাজীপুরে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ২ আরোহী নিহত গাজীপুরের মানচিত্র

গাজীপুর মহানগরের পুবাইল থানার সমরসিং এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাবিব পাম্পের সামনে বাইপাস-গাউসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) ও একই থানার তালটিয়া বাথানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে লিখন (২১)।  

গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, কালীগঞ্জের উলুখোলা থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া ও দ্রুত গতিতে মীরেরবাজার এলাকায় যাচ্ছিলেন লিখন ও শান্ত। এক পর্যায়ে তারা পুবাইল থানার সমরসিং এলাকায় পৌঁছায়। এ সময় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ লিখন ও শান্ত সড়কে পড়ে যায়। এতে তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।