ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত কর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, সেপ্টেম্বর ৩০, ২০২৫
কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত কর্মী খুন আমজাদ হোসেন

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফেজ আমজাদ হোসেন  (২৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নতুন মহাল বাজারে জনসম্মুখে ওই জামায়াত কর্মীকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।

আমজাদ হোসেন চৌফলদন্ডী জামায়াতে ইসলামীর যুববিভাগের সেক্রেটারি বলে জানা গেছে। নিহত জামায়াত কর্মী ওই এলাকার মৃত নুরুল কবিরের (ভিডিপি) ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীদের সঙ্গে আমজাদ হোসেনের পারিবারিকভাবে মামলা মোকাদ্দমা ছিল। এর জেরে ছাত্রলীগ নেতা রাফিসহ একটি দল এসে এ ঘটনা ঘটায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। অভিযুক্তদের তদন্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।