বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রটি চালু উপলক্ষে বান্দরবানে এক বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব।
এসময় বেলুন ও নানা রংয়ে বান্দরবানের পর্যটকবাহী গাড়িগুলো সাজানো হয় এবং সকাল ৯টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সারিবদ্ধভাবে কয়েকটি পর্যটকবাহী গাড়ি পর্যটকদের নিয়ে বান্দরবান জেলা সদর থেকে কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা দেয়।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্নস্থান থেকে আগত পর্যটক এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত: পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ অক্টোবর থেকে আবারও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত হলো বান্দরবান জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র। কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র চালুর সংবাদে বান্দরবানে বাড়ছে পর্যটকদের আনাগোনা।
আরএ