ঢাকা, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সব কিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, অক্টোবর ১, ২০২৫
সব কিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে: ডিসি খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

খাগড়াছড়ি: সব কিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বুধবার(১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু হয়ে গেছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রোববার (৫ অক্টোবর) থেকে সরজমিন কাজ শুরু করা হবে।  

তিনি জানান, সব কিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলাবাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় স্বনির্ভর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।  

এডি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।